ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ডিএনসিসির অভিযানে ২ লাখ টাকা জরিমানা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুলাই ২০২১, ০৩:৪৮

ডিএনসিসির অভিযানে ২ লাখ টাকা জরিমানা

এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছেন ডিএনসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

বুধবার ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৭টি মামলায় মোট ২ লাখ ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযান প্রসঙ্গে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম জানান, অভিযানে ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন পরিচালিত মোবাইল কোর্টে দুইটি মামলায় ১০ হাজার টাকা, ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. এস. এম. সফিউল আজম পরিচালিত মোবাইল কোর্টে দুইটি মামলায় ২০ হাজার টাকা, ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত মোবাইল কোর্টে আটটি মামলায় ৩৪ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া ৪ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজ পরিচালিত মোবাইল কোর্টে চারটি মামলায় ৩৬ হাজার টাকা, ৫ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন পরিচালিত মোবাইল কোর্টে তিনটি মামলায় ৭৫ হাজার টাকা, ৮ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবেদ আলি পরিচালিত মোবাইল কোর্টে পাঁচটি মামলায় ১০ হাজার ৮০০ টাকা এবং ৯ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা পরিচালিত মোবাইল কোর্টে তিনটি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এভাবে মোট ২৭টি মামলায় আদায় করা জরিমানার পরিমাণ ২ লাখ ১৬ হাজার ৫০০ টাকা।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত