ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

শিশু অপহরণ মামলায় যুবকের ২৫ বছরের কারাদণ্ড

  জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৫

শিশু অপহরণ মামলায় যুবকের ২৫ বছরের কারাদণ্ড
পুলিশের কাছে আটক দণ্ড প্রাপ্ত যুবক মফিজুল ইসলাম, ফাইল ছবি।

জয়পুরহাটে দশ বছরের এক কন্যা শিশুকে অপহরণের মামলায় মফিজুল ইসলাম (৩৩) নামে এক যুবককে ২৫ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালাত। এছাড়া এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

সোমবার বিকেলে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের জেলা ও দায়রা জজ রোস্তম আলী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মফিজুল ইসলাম ক্ষেতলাল উপজেলার তেলাবদুল গ্রামের আওলাদ হোসেনের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ২২ জানুয়ারি জয়পুরহাট সদরের বাবুপাড়া গ্রামের মনোয়ার হোসেনের দশ বছরের কন্যাশিশু মনিয়াতুন জান্নাত তন্নী শহরের কালেক্টরেট স্কুলে আসছিল।

পথে স্কুলের সামনের সড়ক থেকে তাকে অপহরণ করে নিয়ে যায় মফিজুল। অপহরণকারী শিশুটিকে আউশগাড়া এলাকায় নিয়ে গেলে শিশুটি তখন চিৎকার করতে থাকে। এসময় স্থানীয়রা মফিজুলকে আটক করে পুলিশকে খবর দেয়।

পুলিশ শিশুটিকে উদ্ধার করে। পরে এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত