ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

প্রবেশমুখে ট্রাক বিকল, হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

  হিলি প্রতিনিধি

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২১, ১৩:৫৮  
আপডেট :
 ১৫ নভেম্বর ২০২১, ১৪:০২

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
ছবি: প্রতিনিধি

সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় ভারত থেকে আমদানিকৃত পাথর বোঝাই ট্রাক প্রবেশমুখে বিকল হওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি ও রপ্তানি বন্ধ রয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হিলি জিরো পয়েন্ট এলাকায় আমদানি শুরুর কিছুক্ষণ পরেই গাড়িটি বিকল হওয়ায় বাণিজ্য কার্যক্রম বন্ধ হয়ে যায়।

বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বাংলাদেশ জার্নালকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভারত থেকে একটি পাথর বোঝাই ট্রাক জিরো পয়েন্ট এলাকায় দিয়ে হিলি বন্দরে প্রবেশমুখে বিকল হওয়ায় আমদানি-রপ্তানি বন্ধ হয়ে পড়ে। দুই ঘণ্টা ধরে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, আমদানি-রপ্তানির জন্য রাস্তাটি একমুখী হওয়ায় প্রতিনিয়তই এই ধরণের সমস্যায় পড়তে হয় ব্যবসায়ীদের। এতে করে আমরা ব্যবসায়ীরা যেমন ক্ষতির মুখে পড়ি, তেমনি সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হয়।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত