ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচন: ৭০ শতাংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা

  মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২১, ১৪:০১

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচন: ৭০ শতাংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা
ছবি: প্রতিনিধি

মুন্সিগঞ্জ সদর ও টঙ্গীবাড়ি উপজেলায় তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। রবিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে এ দুই উপজেলার ২১১ কেন্দ্রের মধ্যে শতাধিক কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ও ৫০ টিরও বেশি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে রয়েছে চোখে পড়ার মত ভোটারদের উপস্থিতি।

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কেন্দ্রেগুলোতে ৬ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও ৬ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন র‌্যাব, পুলিশের ৩০টি মোবাইল টিমসহ ৭টি স্টাইকিং ফোর্সের একটি রিজার্ভ টিম কাজ করছে।

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের প্রায় ৫ হাজার সদস্য দায়িত্ব পালন করছে জানিয়েছেন পুলিশ সুপার।

এবার দুই উপজেলার ২১টি ইউনিয়নের সব কয়টিতে ভোটারা ভোটাধিকার প্রয়োগ করছেন ব্যালটের মাধ্যমে। সরকার দলীয় প্রার্থীরাসহ স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরা নির্বাচনে অংশ নিচ্ছেন।

এবার দুই উপজেলার ২১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২১৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৪ জন ও সাধারণ সদস্য পদে ৬৭৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার ৩ লাখ ৮৫ হাজার ৭৯৩ জন ভোটার রয়েছে।

বাংলাদেশ জার্নাল/জেবি

  • সর্বশেষ
  • পঠিত