ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২১, ১৭:৪৩

ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে শেষ হলো তৃতীয় ধাপের ১০০০ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা।

রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে টানা এ ভোটগ্রহণ।

নির্বাচনে দেশের বিভিন্নস্থানের কেন্দ্রে সংঘর্ষ, গোলাগুলির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত নির্বাচনে ১ জনের মৃত্যু কথা নিশ্চিত করেছে প্রতিনিধিরা। এ ছাড়াও সংঘর্ষ-গোলাগুলিতে অনেকে আহত হবার কথা জানা যায়। কেউ কেউ কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ করেছেন।

তৃতীয় ধাপে ১ হাজার ৭টি ইউপির নির্বাচনে ভোটগ্রহণের কথা থাকলেও বিভিন্ন কারণে স্থগিত হয়েছে ৭টি ইউপির ভোট। এদিকে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৫৬৯ জন। এদের মধ্যে চেয়ারম্যান ১০০ জন, সংরক্ষিত সদস্য ১৩২ জন ও সাধারণ সদস্য ৩৩৭ জন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের বাদ দিলে ভোটের লড়াইয়ে আছেন ৫০ হাজার ১৪৬ জন প্রার্থী। তাদের মধ্যে ৪ হাজার ৪০৯ জন চেয়ারম্যান পদে, ১১ হাজার ১০৫ জন সংরক্ষিত সদস্য পদে ও ৩৪ হাজার ৬৩২ জন সাধারণ সদস্য পদে লড়াই করছেন।

বাংলাদেশ জার্নাল/এএম

  • সর্বশেষ
  • পঠিত