ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

নিরাপদ সড়কের দাবিতে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন

  ঢাবি প্রতিনিধি

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২১, ২০:১৬

নিরাপদ সড়কের দাবিতে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন
ছবি: প্রতিনিধি

নিরাপদ সড়ক ও সারাদেশে শিক্ষার্থীদের জন্য শর্তহীন হাফ পাসের প্রজ্ঞাপন জারি করাসহ নয় দফা দাবি জানিয়ে বিক্ষোভ করেছে আন্দোলনরত একদল শিক্ষার্থী।

সোমবার সন্ধ্যা ছয়টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মোমবাতি প্রজ্বলন করেন তারা। এ সময় তারা প্রতিবাদী গান পরিবেশন করেন।

নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম সংগঠক ইনজামুল হক রামিম বলেন, গত ৮ নভেম্বর থেকে হাফ পাসের দাবিতে আন্দোলন শুরু হয়েছে। এর পর ২৩ তারিখে তা নিরাপদ সড়ক আন্দোলনে রূপ নিয়েছে। আমরা নয় দফা দাবি জানিয়েছি। সরকারের কেউ আমাদের দাবির বিষয়ে কোনো আশ্বাস দেয়নি। বরং আমাদের আন্দোলন নিয়ে নেতিবাচক মন্তব্য করেছে।

দাবি আদায় না হলে অনশনের ঘোষণা দেয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে আমাদের শিক্ষার্থী বন্ধুরা ঢাকায় রামপুরা, বরিশাল ও চট্টাগ্রামে আন্দোলন করেছে। বৈরী আবহাওয়ায় আমরা মোমবাতি জ্বালাতে পারি, কিন্তু সরকার সিদ্ধান্ত নিতে পারে না। সারাদেশে লঞ্চ ও ট্রেনে নিঃশর্ত হাফ পাসের দাবি জানাচ্ছি।

শহীদ মিনারে শিক্ষার্থীরা ‘জ্বালো রে জ্বালো আগুন জ্বালো’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’, ‘আইন করে হাফপাশ, দিতে হবে দিয়ে দাও’, ‘প্রজ্ঞাপন করে হাফ পাস দিতে হবে দিয়ে দাও’, ‘নয় দফার সংগ্রাম চলছে চলবে’ ইত্যাদি স্লোগান দেন।

এ সময় তারা আগামী শুক্রবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবার নিয়ে সমাবেশ করার ঘোষণা দেন। এছাড়া নয় দফা দাবি বাস্তবায়নে প্রতিদিন ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত