ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৬ মিনিট আগে
শিরোনাম

সচিবের শ্রদ্ধাবোধ নাই, পিয়ন পর্যন্ত দাম দেয় না: এমপি নাজিম

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২২, ১৯:১৪  
আপডেট :
 ১৭ জানুয়ারি ২০২২, ১৯:২৩

সচিবের শ্রদ্ধাবোধ নাই, পিয়ন পর্যন্ত দাম দেয় না: এমপি নাজিম
ছবি- সংগৃহীত

আমলারা এমপিদের মূল্যায়ন করে না অভিযোগ করে ময়মনসিংহ-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ বলেছেন, আমরা আমলাতন্ত্রের হাতে জিম্মি হয়ে গেছি। একজন এমপির মূল্যায়ণ নাই। সচিবের কাছে গেলে শ্রদ্ধাবোধ নাই। পিয়ন পর্যন্ত আমাদের দাম দেয় না। শুধু স্যারটাই বলে। এই স্যারটা না বলে পারে না।

সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেন তিনি। এসময় আমলাতন্ত্রের হাত থেকে বাঁচার জন্য সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

আলোচনায় অংশ নিয়ে প্রবীণ রাজনীতিক বলেন, সত্য কথা বলতে আমরা যদি সংসদে কথা বলি তাহলে বিষয়টি বিরোধী দলের ফ্লোরের মতো হয়। আমলারা যেভাবে কথা বলেন! একটা এমপির মূল্য নেই আমলাদের কাছে।

নাজিম উদ্দিন আহমেদ বলেন, ‘আমলাতান্ত্রিক জটিলতায় আমরা ভুগছি। আমলাতন্ত্রের হাত থেকে বাঁচার জন্য আমাদের শক্ত হতে হবে। নিয়মের ভিত্তিতে কাজ করতে হবে।’

নাজিম উদ্দিন বলেন, ‘আমলাতন্ত্র থেকে রেহাই পেতে দয়া করে শক্ত হোন। তা না হলে তারা আমাদের গুরুত্ব দেবে না।’

বাংলাদেশ জার্নাল/এমজে

  • সর্বশেষ
  • পঠিত