ঢাকা, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪০ মিনিট আগে
শিরোনাম

শিক্ষকদের আশ্বাসে নীলক্ষেত মোড় ছাড়লেন ৭ কলেজের শিক্ষার্থীরা

  ঢাবি প্রতিনিধি

প্রকাশ : ১৬ মার্চ ২০২২, ১৩:৪৪

শিক্ষকদের আশ্বাসে নীলক্ষেত মোড় ছাড়লেন ৭ কলেজের শিক্ষার্থীরা
ছবি: প্রতিনিধি

তিন দফা দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে তারা নীলক্ষেত মোড় অবরোধ করেন।

তাদের তিন দফা দাবিগুলো হলো: ১) পরীক্ষার খাতা পুনঃবিবেচনা করে নতুন রেজাল্ট দেয়া, ২) দর্শন বিভাগের ১০০ নম্বরের পরীক্ষার ৮০ নম্বর লিখিত ও ২০ নম্বর ইনকোর্স থেকে রাখা ও ৩) প্রতিবছরের রেজাল্ট বিপর্যয়ের স্থায়ী সমাধান করা।

আন্দোলনরত কবি নজরুল সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী সজীব বাংলাদেশ জার্নালকে বলেন, ‘৪ ঘণ্টার পরীক্ষা ২ ঘণ্টায় নেয়া হয়ছে। কিন্তু ওইভাবে বিবেচনা করা হয়নি। আমাদের কলেজে বাংলা বিভাগে ১৯০ জন পরীক্ষার্থী থেকে পাশ করেছে মাত্র ৪ জন। আবার অনেক পরীক্ষায় অংশগ্রহণকারীর রেজাল্ট অনুপস্থিত এসেছে। প্রশাসন আমাদের কোনো দাবিই মানছে না। তাই আজকে আমরা অবরোধ করেছি।’

অবরোধের ফলে রাস্তার চার পাশে তীব্র জানযট সৃষ্টির হলে পথচারী ও গাড়িচালকদের মধ্যে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা দেয়।

আন্দোলন চলাকালীন ঢাকা কলেজের কয়েকজন শিক্ষক এসে তাদের দাবি পূরণের আশ্বাস দেন। আন্দোলনকারীরা তখনও তাদের কর্মসূচি চালিয়ে যান। পরে দুপুর ১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা ও শিক্ষকদের অনুরোধে নিজেদের মধ্যে সমন্বয় করে আন্দোলনকারীরা নীলক্ষেত মোড় ত্যাগ করেন।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত