ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

মিরসরাইয়ে বাজারে অভিযান, ভোক্তা অধিকার আইনে জরিমানা

  মিরসরাইয় প্রতিনিধি

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৮, ১৯:৪৯

মিরসরাইয়ে বাজারে অভিযান, ভোক্তা অধিকার আইনে জরিমানা

চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাটে বিভিন্ন খাবারের দোকানে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুর ১২ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বারইয়ারহাটের বিভিন্ন খবার হোটেল, মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খাবার হোটেলে বাসি, তৈলাক্ত ও ময়লা আবর্জনাযুক্ত পরিবেশের কারণে শাহ আমানত হোটেলকে ১৫ হাজার টাকা, অলংকার হোটেলকে ২৫ হাজার টাকা এবং নিউ মদীনা হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই জরিমানা করা হয়েছে।

এছাড়াও পচা মিষ্টি, মেয়াদ শেষ হওয়া ফাস্টফুড খাবার ও মিষ্টির প্যাকেটের অতিরিক্ত ওজনের জন্য ২টি মিষ্টির দোকানকে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এই অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান ও সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাস। এ সময় জোরারগঞ্জ থানার এসআই দীনেশ চন্দ্র দাশ গুপ্ত ও ডিএসবির এসআই আব্দুল হামিদ তাদের সঙ্গে ছিলেন।

  • সর্বশেষ
  • পঠিত