ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

‘সরকারকে ইতিবাচক সিদ্ধান্ত নিতে গণমাধ্যম ভূমিকা রাখে’

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৮, ২১:৫৩

‘সরকারকে ইতিবাচক সিদ্ধান্ত নিতে গণমাধ্যম ভূমিকা রাখে’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল বলেছেন, সময়ের সাথে এভিয়েশন ও পর্যটনশিল্পের গুরুত্ব বেড়েই চলেছে। এই গুরুত্ব ও সম্ভাবনার কথা তুলে ধরে জনমত তৈরিসহ পর্যটন বিকাশে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গণমাধ্যম এ সেক্টরের সরকারের অন্যতম সহযোগী। সরকারকে ইতিবাচক সিদ্ধান্ত নিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল বলেছেন, সময়ের সাথে এভিয়েশন ও পর্যটনশিল্পের গুরুত্ব বেড়েই চলেছে। এই গুরুত্ব ও সম্ভাবনার কথা তুলে ধরে জনমত তৈরিসহ পর্যটন বিকাশে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গণমাধ্যম এ সেক্টরের সরকারের অন্যতম সহযোগী। সরকারকে ইতিবাচক সিদ্ধান্ত নিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এভিয়েশন ও পর্যটন সেক্টরে সরকারের অর্জনসমূহ তুলে ধরতে সাংবাদিকদের আহবান জানান মন্ত্রী। এ সময় তিনি বলেন,গণমাধ্যম সরকারের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করে। সরকার ও জনগণের মাঝে সেতুবন্ধন রচনা করে গণমাধ্যম। তাই দেশের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। সম্ভাবনায় পর্যটন স্থান ও স্থাপনা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

এর আগে ফোরাম নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়র করেন বিমানমন্ত্রী শাহজাহান কামাল। এ সময় তাকে এটিজেএফবির কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

সংগঠনের সভাপতি নাদিরা কিরন ও সাধারণ সম্পাদক তানজিম আনোয়ারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পঠিত