ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

বিমানযাত্রীর পায়ুপথে ৩ কেজি ৬৩৩ গ্রাম স্বর্ণ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২২, ১৮:২৮

বিমানযাত্রীর পায়ুপথে ৩ কেজি ৬৩৩ গ্রাম স্বর্ণ
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরে তিন বিমানযাত্রীর পায়ুপথ থেকে ৩ কেজি ৬৩৩ গ্রাম ওজনের স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস। যার বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা।

ঢাকা কাস্টমসের ডেপুটি কমিশনার সানোয়ার হোসেন, ওই তিন যাত্রী দুবাই থেকে শনিবার সকালে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তাদেরকে দেখে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তারা বিষয়টি অস্বীকার করলেও আর্চওয়েতে তাদের শরীরে স্বর্ণ থাকার সংকেত পাওয়া যাচ্ছিলো। একপর্যায়ে পায়ুপথে স্বর্ণ থাকার বিষয়টি স্বীকার করেন তারা।

ডেপুটি কমিশনার বলেন, তাদের লাগেজ তল্লাশি করে ২৩২ গ্রামের দুটি বার জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণগুলোর বাজারমূল্য ২ কোটি ৫৪ লাখ ৩১ হাজার টাকা। তিনজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

এদিকে শনিবার সকালে শাহজালাল বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে ৭০ পিস গোল্ডবার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। যার মোট ওজন ৮ কেজি ১২০ গ্রাম।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত