সিলেট যাচ্ছেন ফখরুল-টুকু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২২, ০৪:৫৮
ভয়াবহ বন্যায় বেহাল দশা সিলেট-সুনামগঞ্জ-নেত্রকোনাসহ কয়েকটি জেলা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে লাখো মানুষ। তাদের পাশে দাড়াতে বন্যাদুর্গত অঞ্চলে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এসময় সঙ্গে থাকবেন দলটির স্থায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
|আরো খবর
বৃহস্পতিবার ভোরে ঢাকা থেকে সড়ক পথে রওনা দিবেন তারা বলে বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেছে চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, বন্যার্তদের পাশে দাড়াতে সিলেট যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
জানা গেছে, প্রথমে সিলেটের জৈন্তাপুর উপজেলা কর্মসূচি রয়েছে। এরপর সিলেট মহানগর ১০ নম্বর ওয়ার্ডে কর্মসূচী। কর্মসূচি দুটি শেষ করে ঢাকার উদ্দেশ্য যাত্রা করবেন তারা।
বাংলাদেশ জার্নাল/এএইচ/কেএ