ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার উদ্বোধন

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৫ জুলাই ২০২২, ১৩:২৯

চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার উদ্বোধন
ছবি- প্রতিনিধি

“বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার সময় সপ্তাহব্যাহী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

এর আগে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্দোগে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে স্টল পরিদর্শন করেন অতিথিরা।

জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা আহম্মদ নিয়ামুর রহমান, সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আতোয়ার রহমান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রুহুল আমীনসহ অন্যরা।

বৃক্ষ মেলায় সরকার-বেসরকারি ২৫টি স্টলে বিভিন্ন জাতের আম, জলপাই, বাতাবী লেবুসহ নানা জাতের চারাসহ ফল প্রদর্শিত হয়।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত