বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত ১১ জন বিচারপতির শ্রদ্ধা
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২২, ২০:৫৪

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত ১১ জন বিচারপতি।
|আরো খবর
শুক্রবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান নবনিযুক্ত ১১ জন বিচারপতি। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে বন্তব্য লিখে স্বাক্ষর করেন বিচারপতিগণ।
এ সময় বিচারপতি মো: শওকত আলী, মো: আতাবুল্লাহ, বিশ্বজিত দেবনাথ, মো: আমিনুল ইসলাম, মো: আলী রেজা, মো: বজলুর রহমান, কে.এম ইমরুল কায়েশ, ফাহমিদা কাদের, মো: বশির উল্লাহ, এস.এম মাসুদ হোসেন দোলন ও কে.এম রবিউল হাসান উপস্থিত ছিলেন।
এর আগে বিচারপতিগণ গোপালগঞ্জে পৌঁছালে সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে ও জেলা প্রশাসক সাহিদা সুলতানা ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বাংলাদেশ জার্নাল/এসকে