ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

সাবেক এসপি বাবুল আক্তারের মুক্তির দাবিতে মানববন্ধন

  ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২২, ২৩:৫২

সাবেক এসপি বাবুল আক্তারের মুক্তির দাবিতে মানববন্ধন
সাবেক এসপি বাবুল আক্তারের মুক্তির দাবিতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর বাজারে মানববন্ধন। ছবি: প্রতিনিধি

সাবেক এসপি বাবুল আক্তারের মুক্তি ও মিতু হত্যার বিচার বিভাগীয় তদন্তের দাবিতে তার নিজ এলাকার মানুষ মানববন্ধন কর্মসুচি পালন করেছে।

সোমবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর বাজারে এ কর্মসূচী পালিত হয়। কর্মসূচিতে এলাকাবাসি ছাড়াও ব্যানার ফেস্টুন নিয়ে বাবুল আক্তারের পরিবারের সদস্য, প্রতিবেশী ও স্বজনরা অংশ গ্রহণ করেন।

মানবন্ধন কর্মসুচি শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন, বাবুল আক্তারের পিতা আব্দুল ওয়াদুদ, স্থানীয় আবাইপুর ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস, কলেজ শিক্ষক হাবিবুর রহমান ও শামীমুল ইসলাম শামীম প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, সাবেক চৌকশ পুলিশ অফিসার বাবুল আক্তার ষড়যন্ত্রের শিকার। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে উল্লেখ করে দ্রুত তার মুক্তি ও চাকরীতে পুনর্বহালের দাবি জানানো হয়। সেই সাথে মাহমুদা খানম মিতু হত্যার সুষ্ঠু তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠনের দাবি করেন।

উল্লেখ্য সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বদনপুর গ্রামে।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত