ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

রাজধানীতে নিয়মিত বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৭

রাজধানীতে নিয়মিত বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
বেতনের দাবিতে বিক্ষোভ করছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকরা, ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও এলাকায় নিয়মিত বেতনের দাবিতে বিক্ষোভ করছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকরা।

মঙ্গলবার সকাল থেকেই কাজ বন্ধ করে এ আন্দোলন করছেন তারা। এ কারণে ওই এলাকায় যানজট দেখা দিয়েছে।

বিক্ষোভরত শ্রমিকরা জানান, ঠিকাদার প্রতিষ্ঠান তাদের নিয়মিত বেতন দেয় না। বেতন দিলেও নানা অজুহাত দেখিয়ে টাকা কেটে ফেলে। এসব নিয়ে কথা বললে তাদের নানাভাবে নির্যাতনও করা হয়।

এ অবস্থায় দ্রুত বকেয়া বেতন পরিশোধসহ প্রতি মাসে নিয়মিত বেতন দেয়ার দাবি জানান শ্রমিকরা। কোনো অজুহাতে বেতন না কাটাসহ দাবি মানলেই কাজে ফেরার কথা জানান তারা।

ডিএমপির তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান বলেন, শ্রমিকদের আন্দোলনকে ঘিরে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। আমরা তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলছি।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত