ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

কলাপাড়ায় ৪৮টি সুগন্ধি কচ্ছপ উদ্ধার

  পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২, ১৬:৫২  
আপডেট :
 ২৬ নভেম্বর ২০২২, ১৭:১৩

কলাপাড়ায় ৪৮টি সুগন্ধি কচ্ছপ উদ্ধার
সুগন্ধি কচ্ছপ। ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় বিরল প্রজাতির ৪৮টি সুগন্ধি কচ্ছপ উদ্ধার করেছে এনিমেল লাভারস সদস্যরা। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কলাপাড়া বিআরটিসি বাস স্ট্যান্ডে বিআরটিসি বাস থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয় । পরে দুপুর ১২টার দিকে পটুয়াখালী রিসোর্স সেন্টার সংলগ্ন বহালগাছিয়া খালে এসব অবমুক্ত করা হয়।

এনিমেল লাভারস কলাপাড়া টিমের সদস্য বায়েজীদ মুন্সি জানান, কুয়াকাটা-পাবনাগামী বিআরটিসি থেকে এ কচ্ছপগুলো উদ্ধার করা হয়। তবে কচ্ছপগুলো বিআরটিসি বাসে কে বা কারা নিয়ে এসেছে তা শনাক্ত করা যায়নি।

এনিমেল লাভারস কলাপাড়ার টিম লিডার রাকায়েত আহসান জানান, আগে বেনাপোলগামী বাসে কচ্ছপ পাচার করা হতো। এ বাসে চেক দেয়ায় তারা এখন অন্য বাসে নিয়ে যাচ্ছে। তবে গোপন সংবাদের ভিত্তিতে এগুলো আটক করা হয় বলে তিনি উদ্ধার করেন।

বন-বিভাগের বিভাগীয় কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী সংরক্ষণ দরকার। সে অর্থে এনিমেল লাভারস সদস্যদের বন্যপ্রাণী সংরক্ষণে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত