ঢাকা, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৪ মিনিট আগে
শিরোনাম

র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি, ৩ প্রতারক গ্রেপ্তার

  জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ১০ মে ২০২৩, ১৬:১৬

র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি, ৩ প্রতারক গ্রেপ্তার
গ্রেপ্তারকৃতরা। ছবি: প্রতিনিধি

র‌্যাব পরিচয়ে চাঁদা দাবি ও প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। নওগাঁর বদলগাছীর কেশাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান জয়পুরহাট র‌্যাব ক্যাম্প।

গ্রেপ্তারকৃতরা হলেন- নওগাঁর মহাদেবপুরে উপজেলার কালু শহর গ্রামের সামছুল আলমের ছেলে এলিট কবির, একই গ্রামের ময়েজউদ্দিন দেয়ানের ছেলে সনোয়ার হোসেন ও পত্নীতলা উপজেলার ঘোষনগর গ্রামের সালেহ মাহামুদের ছেলে সুলতান মাহামুদ।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত তিন প্রতারক র‌্যাব সদস্য পরিচয় দিয়ে জয়পুরহাট জেলাসহ পার্শ্ববর্তী নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ হয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল। বুধবার ভোর রাতে নওগাঁর বদলগাছীর কেশাইল এলাকায় এক ব্যক্তির বাড়িতে গিয়ে র‌্যাব পরিচয় দিয়ে তারা চাঁদা দাবি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, প্রতারণা ও চাঁদা আদায় করাই ছিল তাদের মূল কাজ। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত