ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

প্রতি উপজেলায় মিনি স্টেডিয়াম হবে

  টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ০৪ জুন ২০২৩, ১৬:৩৯

প্রতি উপজেলায় মিনি স্টেডিয়াম হবে
ছবি: প্রতিনিধি

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, প্রধানমন্ত্রীর অঙ্গিকার অনুযায়ী সারা দেশের প্রতিটা উপজেলায় একটি করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। এই কার্যক্রম সারাদেশে চলমান রয়েছে।

রোববার টাঙ্গাইল সদর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নিদের্শনা অনুযায়ী প্রথম পর্যায় আমরা ১২৬টি স্টেডিয়াম করেছিলাম। এখন ২য় পর্যায়ে ১৮৬টি স্টেডিয়াম নির্মাণের জন্য প্রকল্প হাতে নিয়েছি। এছাড়াও ঢাকার আশে পাশের জেলাগুলোতে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ করার পরিকল্পনা হাতে নেয়া হবে শিগগিরই।

টাঙ্গাইলে যে ছাত্রীটি খেলার মাঠে মারা গেছে সেই বিষয়ে দুঃখ প্রকাশ করে বলেন রোদের সময় খেলা চালানো উচিত নয় বলে মনে করি।

এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ, টাঙ্গাইল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার প্রমুখ।

আরো পড়ুন: ৪০ জেলায় ৪০ হাজার চালক তৈরি করেছি: ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত