ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

মাতৃভাষা দিবসে অনির্বাণ পাঠাগারের স্বাস্থ্যপরীক্ষা কর্মসূচি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ২০:২৭

মাতৃভাষা দিবসে অনির্বাণ পাঠাগারের  স্বাস্থ্যপরীক্ষা কর্মসূচি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর শনির আখড়ার পলাশপুরে অবস্থিত অনির্বাণ পাঠাগারের পক্ষ থেকে আয়োজন করা হয় বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি।

বুধবার সকাল নয়টা থেকে এই কর্মসূচি শুরু হয়ে চলে বিকাল চারটা পর্যন্ত।

এ সময় ওই এলাকায় অবস্থিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয়দের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

এ কর্মসূচি সম্পর্কে অনির্বাণ পাঠাগারের সভাপতি মো. রুহুল আমিন সুজন বলেন, “আমাদের দেশে প্রতি বছর প্রচুর রক্তের প্রয়োজন হয়। তাই রক্তদানে সাধারণ মানুষকে আগ্রহী করতে ও সেইসাথে মানুষকে তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তুলতে আমাদের এই আয়োজন।”

পাঠাগারের অনুষ্ঠান ব্যবস্থাপনা বিভাগের সহ -সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ জামান রাকিব বলেন,“অনির্বাণ পাঠাগার ২০১০ সাল থেকেই বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত যার মধ্যে রক্তদান কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ, দুস্থ ও দরিদ্রদের সহযোগিতা উল্লেখযোগ্য। এছাড়াও শিশু-কিশোরদের মেধার বিকাশ ও তাদের সাংস্কৃতিক মনোভাব তৈরির লক্ষ্যে অনির্বাণ পাঠাগার রচনা প্রতিযোগিতা, বর্ণ অঙ্কন প্রতিযোগিতা, পাঠচক্র, পাঠ প্রতিযোগিতাসহ আরও অনেক কর্মসূচীর আয়োজন করে।”

এস/এ/জে

  • সর্বশেষ
  • পঠিত