ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবারই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবারই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

নেপালে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে একদিন আগেই দেশে ফিরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার এ তথ্য জানিয়েছেন তার প্রেস সচিব ইহসানুল করিম।

গত রোববার সিঙ্গাপুরে চার দিনের জন্য রাষ্ট্রীয় সফরে যান প্রধানমন্ত্রী। বুধবার তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তে সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবারই দেশে ফিরছেন তিনি।

বিমান দুর্ঘটনার পর সিঙ্গাপুর থেকে স্থানীয় সময় ৭টা ৫০ মিনিটে নেপালের প্রধানমন্ত্রী খাড়গা প্রসাদ শর্মা অলিকে ফোন করেন শেখ হাসিনা। ফোনা খাড়গা প্রসাদ শর্মা অলি জানান, দুর্ঘটনার পর তিনি ঘটনাস্থলে ছুটে যান।

এদিকে বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার পৃথক পৃথক এক শোকবার্তায় এ শোক প্রকাশ করেন তারা।

সোমবার কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইনসের যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৫০ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছে অনেকে। নেপালি সেনাবাহিনী এ তথ্য দেয়।

আরো খবর:

পাইলটের সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের শেষ কথোপকথন

পাইলটের শেষ স্ট্যাটাস ‘খোদা হাফেজ’

বিধ্বস্ত বিমানে ওঠার আগে শেষ স্ট্যাটাস

জেডএইচ/

  • সর্বশেষ
  • পঠিত