ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

২৫ টাকায় তরমুজ বিক্রি, মাইকিং করেও মিলছে না ক্রেতা!

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ২২:৩০

২৫ টাকায় তরমুজ বিক্রি, মাইকিং করেও মিলছে না ক্রেতা!
সংগৃহীত ছবি

বৈরী আবহাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে তরমুজের দাম কমে গেছে। মাত্র ২৫ টাকা কেজি। ক্রেতা টানতে করা হচ্ছে মাইকিং। কিন্তু তারপরও আশানুরূপ ক্রেতার দেখা নেই। শুক্রবার (২৯ মার্চ) রংপুরের পীরগাছা রেলস্টেশন সংলগ্ন একটি ফলের দোকানে এমন চিত্র দেখা গেছে।

তরমুজ কিনতে আসা এক ক্রেতা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সাধারণ মানুষ এখন একটু তরমুজ খেতে পারবে। এটা খুবই ভালো।

তাজরুল নামে আরেকজন বলেন, কয়দিন আগেও ৬০-৭০ টাকা কেজি দরে তরমুজ বিক্রি করা হয়েছে। আজ হঠাৎ মাইকিংয়ের মাধ্যমে শুনি ২৫ টাকা কেজিতে তরমুজ বিক্রি হচ্ছে। তাই নিয়েই নিলাম।

স্থানীয় কয়েকজন বলেন, এইতো কদিন আগে তরমুজ নিয়ে সিন্ডেকেট করেছেন ব্যবসায়ীরা। মানুষের ওপর জুলুম করেছে। তখনই সিদ্ধান্ত নিয়েছি তরমুজ কিনবো না। এখন দাম কমছে, তারপরও কিনবো না।

তরমুজ বিক্রেতা গোলাম মোস্তফা বলেন, আমি কম দামে মাল কিনে সীমিত লাভে পাইকারি দরে মানুষকে তরমুজ খাওয়াচ্ছি। বিষয়টা আমার খুব ভালো লাগছে। তবে আশানুরূপ ক্রেতা না থাকায় হতাশ তিনি।

প্রসঙ্গত, এক সপ্তাহ আগেও বিভিন্ন হাট-বাজারে চড়া দামে বিক্রি হয়েছিল তরমুজ। বিক্রেতা- ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এ ফলের দাম বাড়িয়েছিলেন। এবার ক্রেতা সংকটে বিভিন্ন স্থানে তরমুজ নিয়ে বিপাকে পড়েছেন তারা।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত