ঢাকা, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

পুরো এপ্রিলজুড়েই তাপপ্রবাহের শঙ্কা, হাঁসফাঁস জনজীবন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ০৯:৩৪

পুরো এপ্রিলজুড়েই তাপপ্রবাহের শঙ্কা, হাঁসফাঁস জনজীবন
ছবি: সংগৃহীত

পুরো এপ্রিলজুড়েই তাপপ্রবাহের শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার (২০ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

সংস্থাটি জানিয়েছে, তাপমাত্রার এমন অবস্থা সহসাই পরিবর্তন হচ্ছে না। দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া চলমান তাপপ্রবাহ আরও তিনদিন অব্যাহত থাকতে পারে। এরপর তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে, তাপপ্রবাহের তীব্রতা আরও বাড়ার আশঙ্কায় সারাদেশে জারি করা হয়েছে তিন দিনের হিট অ্যালার্ট। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার বার্তা দিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, জলীয়বাষ্প বেশি থাকার কারণে অস্বস্তি বাড়তে পারে। একইসঙ্গে সমুদ্রের লঘুচাপটি পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করার গরম প্রভাব দেখা যাচ্ছে ভূপৃষ্ঠে। এর আগে দেশে ১৫ থেকে ১৩ দিন পর্যন্ত লাগাতার তাপপ্রবাহ থাকার রেকর্ড থাকলেও এবার চলতি মাসের ১৯ দিনই টানা তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী পাঁচ দিনেও আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, এপ্রিলজুড়েই তাপমাত্রা ওঠা-নামা করবে ৩৬ থেকে ৪২ ডিগ্রির মধ্যে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরম অনুভূত হবে এর চেয়েও বেশি। এসময় কোথাও কোথাও বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও দাবদাহ থেকে যাবে মে মাস পর্যন্ত।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত