ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

প্রধানমন্ত্রী দেশের নারী সমাজকে সম্মানিত করেছেন: শিল্পমন্ত্রী

  ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ : ২০ এপ্রিল ২০১৮, ১৫:৪৬

প্রধানমন্ত্রী দেশের নারী সমাজকে সম্মানিত করেছেন: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশের নারী সমাজকে সর্বপ্রথম সম্মানিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগে ভর্তি কিংবা চাকরীতে শুধু মাত্র বাবার নাম লেখা হত। এখন বাবার সাথে মায়ের নামও বাধ্যতামূলক করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজ। তার ওপর দেশের নারীরা অশিক্ষা ও কুসংস্কারের কারণে বেশি অবহেলিত। শেখ হাসিনা ৯৬ সালে ক্ষমতায় আসার আগে কোর্টে মহিলা জজ কিংবা সচিবালয়ে কোনো মহিলা সচিব ছিলেন না, তাই নারী সমাজকে এগিয়ে নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম এসকল স্থানে নারীদের নিয়োগ দিয়ে সম্মানিত করেছেন।

শুক্রবার দুপুরে ঝালকাঠি শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

জেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক হোসনে আরা মান্নানের সভাপতিত্বে কর্মী সভায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহামুদা বেগম কৃক, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক শারমীন মৌসুমি কেকা প্রমুখ বক্তব্য রাখেন। কর্মী সভায় জেলা মহিলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এনএইচ/

  • সর্বশেষ
  • পঠিত