ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৭ মিনিট আগে
শিরোনাম

দ্রুতই তিস্তার সমাধান চান মোদি

দ্রুতই তিস্তার সমাধান চান মোদি

তিস্তার পানিবণ্টন নিয়ে আওয়ামী লীগের প্রতিনিধিদলকে আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, আমরা দ্রুত এর সমাধান করতে আগ্রহী।

সোমবার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওয়ায়দুল কাদেরের নেতৃত্বে ভারত সফররত প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে এ কথা জানান মোদি। তিস্তার পানিবণ্টন নিয়ে আধা ঘণ্টা ধরে ওই বৈঠক হয়।

রোহিঙ্গা প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ভূমিকা ভারত সমর্থন করে। ভারত চায় দ্রুত এই সমস্যার সমাধান হোক।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কী, মোদিকে তা ব্যাখ্যা করেন আওয়ামী লীগ নেতারা। বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার প্রেস ফরিদ হোসেন বৈঠক শেষে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন নরেন্দ্র মোদি।

তিনি বলেন, সফল নেতৃত্ব একটা দেশকে কোথায় এগিয়ে নিয়ে যেতে পারে, বাংলাদেশ তার প্রমাণ। তুলনা টেনে তিনি বলেন, আজ কোথায় পাকিস্তান, আর কোথায় বাংলাদেশ!

বিজেপির সর্বভারতীয় সম্পাদক রাম মাধবের আমন্ত্রণে ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের ২০ জনের এই প্রতিনিধিদল রোববার তিন দিনের সফরে দিল্লি যান। মঙ্গলবার তাদের ঢাকা ফিরে আসার কথা রয়েছে।

জেডএইচ/

  • সর্বশেষ
  • পঠিত