ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

ভ্রমণ ভিসায় ভারত যেতে লাগবে না সাক্ষাৎকার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৪ মে ২০১৮, ১৮:০০  
আপডেট :
 ১৪ মে ২০১৮, ১৮:১০

ভ্রমণ ভিসায় ভারত যেতে লাগবে না সাক্ষাৎকার

ভারতের পর্যটক ভিসা পেতে বাংলাদেশি আবেদনকারীদের আগাম সাক্ষাৎকারের প্রয়োজন নেই বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ২০১৭ সালের ৯ জুলাই চট্টগ্রামে, একই বছরের ১০ সেপ্টেম্বর রাজশাহী, রংপুর ও মিরপুর ভিসা আবেদন সেন্টারে পরীক্ষামূলকভাবে এ উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার নতুন করে সিলেট, ময়মনসিংহ ও বরিশাল ভিসা সেন্টার যুক্ত হলো এ সুবিধায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের ভিসাপ্রাপ্তি বাধাহীন, সুষ্ঠু ও সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে সিলেট, ময়মনসিংহ, বরিশাল ভিসা সেন্টারে সরাসরি আবেদন জমা দেওয়া যাবে। ভিসা আবেদনকারীরা প্রতিদিন সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন।

পর্যটক ভিসা ছাড়া চিকিৎসা, ব্যবসা, সম্মেলন এবং অন্যান্য ভিসার আবেদন আগের মতোই সরাসরি জমা দেওয়া যাবে। এছাড়া প্রবীণ নাগরিক ও মুক্তিযোদ্ধাদের জন্য আবেদনপত্র সরাসরি অন্য কাউন্টারে জমা দেওয়া যাবে।

ডিপি/

  • সর্বশেষ
  • পঠিত