ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

পদদলিত হয়ে ১০ নারীর মৃত্য

কেএসআরএম গ্রুপের এমডির বিরুদ্ধে হত্যা মামলা

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৫ মে ২০১৮, ১৪:৩০

কেএসআরএম গ্রুপের এমডির বিরুদ্ধে হত্যা মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় পদদলিত হয়ে ১০ নারীর নিহত হওয়ার ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে কেএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মঙ্গলবার সকালে সাতকানিয়া থানায় খাগরিয়া ইউনিয়নের বাসিন্দা নিহত হাসিনা আক্তারের স্বামী মোহাম্মদ ইসলাম বাদি হয়ে মামলাটি করেন বলে জানান সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন।

এর আগে সোমবার (১৪ মে) কেএসআরএম গ্রুপের উদ্যোগে ইফতার সামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে মারা যান ১০ নারী। এছাড়াও অসুস্থ হয়ে পড়েন আরো কয়েকজন। সেখানে প্রায় ৩৫ হাজার মানুষ জড়ো হয়েছিলেন।

সাতকানিয়া থানার ওসি জানান, অবহেলা জনিত মৃত্যুর অভিযোগ এনে দণ্ডবিধির ৩০৪ (ক) ও ৩৪ ধারায় কেএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহজাহানের নাম উল্লেখ করে ইফতার ও যাকাত সামগ্রী বিতরণ ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত অজ্ঞাতনামাদের আসামি করে মামলাটি করা হয়েছে।

এদিকে পদদলনের ঘটনার পরপরই চট্টগ্রামের পুলিশ সুপার নূর-এ-আলম বলেন, মূলত ‘হিটস্ট্রোকে’ আক্রান্ত হয়েই হতাহতের ঘটনা ঘটে। তারা সবাই বোরকা পরিহিত ছিলেন। তবে প্রচণ্ড ভিড় থাকায় কেউ কেউ পদদলিত হয়েও মারা গিয়ে থাকতে পারে।

এর আগে ২০০৫ সালের ৭ অক্টোবর একই স্থানে প্রতিষ্ঠানটির ইফতার বিতরণে আট নারীর মৃত্যু হয়েছিল।

ডিপি/

  • সর্বশেষ
  • পঠিত