ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫০ মিনিট আগে
শিরোনাম

খাঁচা দিয়ে মাছ চাষ!

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ২২ মে ২০১৮, ১৫:০১

খাঁচা দিয়ে মাছ চাষ!

কুষ্টিয়ার খোকসায় খাঁচায় নেট দিয়ে মাছ চাষ শুরু হয়েছে। ২০১৭-১৮ অর্থবছরের বাজেট বরাদ্দ উপজেলার ১০ টি খাঁচা প্রকল্পে বৈজ্ঞানিক উপায়ে উন্নতি প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে ২০ মৎস্যচাষীকে এ প্রকল্পের আওতায় আনা হয়েছে।

উপজেলার গড়াই নদীর উপরে এ প্রকল্পের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার শহিদুর রহমান জানান, প্রাথমিক অবস্থায় তেলাপিয়ার ছোট রেণু পোনার মাধ্যমে মাছ চাষের বিভিন্ন প্রক্রিয়া দেখানো হয়েছে।

উপজেলায় শুষ্ক মৌসুমে আমিষ যোগান দিতে মৎস্য চাষের বিশেষ প্রকল্পের আওতায় খাঁচায় মৎস্য চাষীদের উদ্বুদ্ধ করে মিঠাপানির মাছ চাষের আবাদ করা হচ্ছে বলে তিনি জানান।

এ প্রকল্পের আওতায় একদিকে যেমন খাদ্যে আমিষ পূর্ণ হচ্ছে অপরদিকে স্থানীয় মৎস্যচাষীদের কর্মসংস্থানেরও একটি ব্যবস্থা হচ্ছে।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত