ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

বন্য শূকর ধরতে ফাঁদে প্রাণ গেল ২ জনের

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৪ মে ২০১৮, ১৫:৫৩

বন্য শূকর ধরতে ফাঁদে প্রাণ গেল ২ জনের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বন্য শূকর ধরার জন্য নিজেদের পাতানো তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বেসরকারি একটি আবাসন প্রতিষ্ঠানের দু’জন নিরাপত্তারক্ষী। তারা হলেন, ক্যাসাচিং মারমা (৪০) ও উবাচিং মারমা (৪০)। তাদের বাড়ি রাঙামাটি জেলার চন্দ্রঘোনায়। বৃহস্পতিবার উপজেলার ভাটিয়ারি এলাকার একটি পাহাড় থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান জানান, সানমার প্রপার্টিজ লিমিটেড এর মালিকানাধীন পাহাড়টিতে জঙ্গল থেকে রাতে শূকর চরতে আসে। পাহাড়ের পাদদেশে স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের ফেলা বর্জ্যের লোভেই শূকর আসে।

পাহাড়ের নিরাপত্তায় সানমারের নিয়োগ করা সাতজন নিরাপত্তা রক্ষী আছে, যাদের সবাই আদিবাসী। তারা শূকরের চলাচলের পথে বিদ্যুতের খুঁটি থেকে সংযোগ দিয়ে তার বিছিয়ে রাখেন। শূকর তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে সেটা শিকার করেন খাওয়ার জন্য।

ওসি বলেন, বুধবার রাতেও একইভাবে শূকর ধরার জন্য ফাঁদ পেতেছিলেন তারা। রাতের কোনো একসময় অথবা বৃহস্পতিবার ভোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জন মারা যান।

সকালে অন্যান্য নিরাপত্তারক্ষীরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাদের লাশ দেখে পুলিশকে খবর দেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত