ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৯ মিনিট আগে
শিরোনাম

জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুন ২০১৮, ০৯:০০  
আপডেট :
 ১৬ জুন ২০১৮, ০৯:৪৩

জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নামাজ শুরু হয়। শেষ হয় ৮টা ৫৯ মিনিটে।

ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ছাড়াও নামাজে উপস্থিত ছিলেন- সুপ্রিমকোর্টের বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, এমপি, রাজনীতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

প্রধান এই জামাতে ইমামতি করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে রাষ্ট্রপতি আবদুল হামিদ মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করেন।

এদিকে ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে রয়েছে পাঁচটি ঈদ জামাত। যার মধ্যে প্রথমটি সকাল ৭টা, দ্বিতীয়টি সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। আর তৃতীয়টি সকাল ৯টায়, সকাল ১০টায় চতুর্থ এবং পঞ্চম ও শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

জেডএইচ/

  • সর্বশেষ
  • পঠিত