ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

সক্রিয় মৌসুমী বায়ু; ভারী বর্ষণের সম্ভাবনা

  নিজস্ব প্রতিনিধি

প্রকাশ : ২৩ জুন ২০১৮, ১৬:০৮  
আপডেট :
 ২৩ জুন ২০১৮, ১৬:২৩

সক্রিয় মৌসুমী বায়ু; ভারী বর্ষণের সম্ভাবনা

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অফিস বলছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের বিহার ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে।

তাছাড়া দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজ করছে। ফলে আগামী কয়েকদিন সারাদেশেই ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু রাজধানীতেই ৫৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। কয়েকদিন প্রচণ্ড গরমের পর এই বৃষ্টিতে স্বস্তি ফিরেছে নগরজীবনে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ডিপি/

  • সর্বশেষ
  • পঠিত