ঢাকা, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

সংঘর্ষের পর বই মার্কেটে ‘আটকা’ ঢাবি ছাত্র উদ্ধার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ জুলাই ২০১৮, ০৯:৪৮

সংঘর্ষের পর বই মার্কেটে ‘আটকা’ ঢাবি ছাত্র উদ্ধার

রাজধানীর নীলক্ষেতের বইয়ের দোকানিদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সঙ্গে সংষর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর মার্কেটের একটি মসজিদে আশ্রয় নেওয়া এক ছাত্রকে উদ্ধার করে পুলিশ।

জিয়াউর রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ লিমন বলেন, প্রথম বর্ষের চার ছাত্র বৃহস্পতিবার (১৯ জুলাই) রাত ৯টার দিকে বই কিনতে গেলে এক দোকানদারের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর ওই শিক্ষার্থীদের আটকে ফেলে দোকানিরা। এ খবর জানতে পেরে জিয়াউর রহমান হলের শ’খানেক ছাত্র ছুটে এসে মার্কেটে ঢুকে তাদের তিন সহপাঠীকে উদ্ধার।

এ সময় এক দোকানিকে মারধর করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের এক সদস্য জানান।

উত্তপ্ত পরিস্থিতির মধ্যে অন্যরা মার্কেট থেকে বেরিয়ে আসতে পারলেও সাফায়াত ভেতরে থেকে যান বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।

নিউমার্কেট থানার ওসি আতিকুর রহমান জানিয়েছেন, সাফায়াত নামে জিয়াউর রহমান হলের প্রথম বর্ষের ওই ছাত্রকে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উদ্ধার করা হয়।

জেডআই

  • সর্বশেষ
  • পঠিত