ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৭ মিনিট আগে
শিরোনাম

শনিবার বাস চলবে, আশা নৌমন্ত্রীর

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০১৮, ২২:০৩

শনিবার বাস চলবে, আশা নৌমন্ত্রীর

নিরাপত্তার অজুহাত দেখিয়ে অঘোষিত ধর্মঘটে থাকা পরিবহন মালিক-শ্রমিকরা শনিবার থেকে আবারো গাড়ি চালানো শুরু করতে পারেন বলে আশা প্রকাশ করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। শুক্রবার রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে এক অনুষ্ঠানের পর এ কথা বলেন তিনি।

সড়ক পরিবহন শ্রমিকদের শীর্ষ সংগঠনের এই নেতা বলেন, আজকে যে পরিস্থিতি দেখলাম, কাল যদি সেই পরিস্থিতি থাকে তাহলে আশা করি মালিক শ্রমিকরা গাড়ি চালাবে।

তিনি বলেন, আমাকে বিভিন্ন মালিক ও শ্রমিক কমিটির নেতারা জানিয়েছে, আজ রাতের গাড়িগুলো তারা চালাবে এবং কাল পরিস্থিতি অনুকূলে থাকলে পরিস্থিতি বুঝে গাড়ি চলবে।

গত ২৯ জুলাই ঢাকায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর থেকে শিক্ষার্থীদের আন্দোলনে বেশ কিছু গাড়ি ভাঙচুর হয়। এই ঘটনার পর হাসি ও বক্তব্যের জন্য সমালোচনার মুখে পড়েন পরিবহণ শ্রমিকদের নেতা নৌমন্ত্রী শাজাহান খান।

জেডএইচ/

  • সর্বশেষ
  • পঠিত