খাগড়াছড়িতে গোলাগুলি, নিহত ৬

খাগড়াছড়িতে আধিপত্য বিস্তার নিয়ে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। পাহাড়ি দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এতে ৪ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।
|আরো খবর
শনিবার সকাল ৮টা ৪৫মিনিটের দিকে খাগড়াছড়ির স্বনির্ভর বাজার এলাকায় ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) এবং তাদের প্রতিপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের লাশ পাওয়া গেছে এবং আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। এই ঘটনায় খাগড়াছড়ি শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
হতাহতদের মধ্যে কয়েকজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা, সহ-সভাপতি এল্টন চাকমা, বরুণ চাকমা, সুমন চাকমা, রুপম চাকমা, সোহেল চাকমা এবং গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কর্মী পলাশ চাকমা। বাকিদের পরিচয় এখনও জানা না গেলেও সবাই ইউপিডিএফের (প্রসীত গ্রুপ) নেতা-কর্মী বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
তবে অনেকে বলছেন, নিহত ও আহতদের মধ্যে নিরীহ গ্রামবাসী ও রয়েছে।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর প্রচার শাখার প্রধান নিরন চাকমা এ হামলার জন্য সংস্কারপন্থী সন্ত্রাসীদের দায়ী করেছেন। তবে প্রতিপক্ষ থেকে এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
খাগড়াছড়ি সদর থানার ওসি শাহাদাত হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ জার্নাল/এনএস