ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

  ফেনী প্রতিনিধি

প্রকাশ : ২০ আগস্ট ২০১৮, ০৬:২২  
আপডেট :
 ২০ আগস্ট ২০১৮, ০৬:৪২

ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফেনীর সদর উপজেলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। র‍্যাবের দাবি, নিহত দুইজন মাদক ব্যবসায়ী ছিলেন। সোমবার ভোরে উপজেলার বিসিক এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই ‘বন্দুকযুদ্ধ’ হয়। র‍্যাব-৭ এর ফেনীর অধিনায়ক ফাহিম জামিল এ তথ্য নিশ্চিত করেন।

নিহতেরা হলেন– মো. মামুন মোর্শেদ ও মো. আল আমিন।

র‍্যাব জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক এলাকায় রাতে চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছিলেন র‍্যাবের কয়েক জন সদস্য। রাত প্রায় ৪টার দিকে মোটরসাইকেলে করে ওই এলাকা দিয়ে যাচ্ছিল মামুন মোর্শেদ ও আল আমিন। চেকপোস্টের কাছে পৌঁছানোর পর র‍্যাব সদস্যদের দেখে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় র‍্যাব সদস্যরা ধাওয়া দিলে তারা গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে র‍্যাব সদস্যরাও গুলি ছুড়েন। এতে মামুন মোর্শেদ ও আল আমিন নিহত হয়।

পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও মোটরসাইকেল তল্লাশি করে ২৪ হাজার ৭শ’ ইয়াবা উদ্ধার করে র‍্যাব।

র‍্যাব এর অধিনায়ক ফাহিম জামিল বলেন, ‘নিহতদের লাশ উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর নিহতদের স্বজনদের ডেকে লাশ হস্তান্তর করা হবে।’

বাংলাদেশ জার্নাল/এআর

  • সর্বশেষ
  • পঠিত