ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩১ মিনিট আগে
শিরোনাম

নিখোঁজ ৫ সন্তানের সন্ধান চায় পরিবার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ২১:১৩

নিখোঁজ ৫ সন্তানের সন্ধান চায় পরিবার

ডিবি পরিচয়ে তুলে নেয়া ৫ সন্তানের সন্ধানের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তাদের মা-বাবা ও পরিবারের সদস্যরা।

শনিবার দুপুরে ঢাকা ক্রাইম রিপোর্টার্স এ্যাসোশিয়নেশ মিলনাতয়নে এই সংবাদ সম্মেলন করেন নিখোঁজদের তিন পরিবার। রাজধানীর বিমানবন্দর ও যাত্রাবাড়ী এলাকা থেকে চার দিন আগে ডিবি পরিচয়ে আটক করা হয় তাদের।

তাদের দাবি, গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে চার দিন আগে সন্তানদের নিয়ে যাওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত আটকের কথা অস্বীকার করা হচ্ছে। নিখোঁজ পাঁচ জন হলেন- সফিউল আলম ও তার ভাই মনিরুল আলম, আবুল হায়াত, সফিউল্লাহ ও মোশারফ হোসেন মাজ।

নিখোঁজ শাফিউল আলম ও মনিরুল আলমের মা রমিছা খানম সাংবাদিকদের জানান, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে হজ করে দেশে ফিরলে তার সন্তানরা তাদেরকে এগিয়ে আনতে বিমানবন্দরে যান। এ সময় ডিবি পরিচয় দিয়ে একদল লোক তার দুই ছেলে এবং তাদের বন্ধু আবুল হায়াতকেও জোর করে মাইক্রোবাসে তুলে নেয়।

পরে সেই রাতেই যাত্রাবাড়ির মেস থেকে ছেলের দুজন রুমমেটকেও তুলে নিয়ে যাওয়া হয়। ৫ জনের মধ্যে একজন শিক্ষানবীশ আইনজীবী, দুইজন চাররিজীবী এবং দুজন শিক্ষার্থী রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এ সময় সুস্থভাবে সন্তানদের ফেরত চান নিখোঁজদের বাবা-মা ও পরিবারের সদস্যরা।

তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান বলেছেন, তারা এই পাঁচ জনের কাউকেই আটক করেননি।

জেডআই

  • সর্বশেষ
  • পঠিত