ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ট্রাফিক আইন অমান্য

২৪ ঘণ্টায় ৭ হাজার ২৫ টি মামলা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০১৮, ১২:০৭  
আপডেট :
 ০১ অক্টোবর ২০১৮, ১৫:৪৯

২৪ ঘণ্টায় ৭ হাজার ২৫ টি মামলা

রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ২৫ টি মামলা দিয়েছে ঢাকা মেট্রেপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। সোমবার ঢাকা মহানগর পুলিশ মিডিয়া ডিসি মাসুদুর রহমান বিষয়টি জানান।

মাসুদুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টা অভিযান পরিচালনা করে ট্রাফিক আইন অমান্যকারী চালকদের বিরুদ্ধে, ৭ হাজার ২৫টি মামলার বিপরীতে ৩৮ লাখ ৯২ হাজার ৭১৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়াও এ অভিযানে ৩৬টি গাড়ি ডাম্পিং ও ৮৮০টি গাড়ি রেকার করা হয়।

ট্রাফিক সূত্রে জানা গেছে, উল্লেখিত মামলা ছাড়াও উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৪৭৫টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ১৪৪টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ০৫টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ২৪টি গাড়ির বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ।

ট্রাফিক সূত্রে আরও জানা যায়, ট্রাফিক আইন অমান্য করার কারণে ২ হাজার ২৭৭টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ১০৮টি মোটরসাইকেল আটক করা হয়। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ১৩৬টি ভিডিও মামলা ও ২০টি সরাসরি মামলা দেয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টা ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়।

বাংলাদেশ জার্নাল/ এনএসএস/কে/

  • সর্বশেষ
  • পঠিত