ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৭ মিনিট আগে
শিরোনাম

পুলিশকে চাঁদা দেয়া নিয়ে বঙ্গবন্ধু সেতুতে তুলকালাম

টাঙ্গাইল প্রতিনিধি

পুলিশকে চাঁদা দেয়া নিয়ে বঙ্গবন্ধু সেতুতে তুলকালাম

বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে পুলিশকে চাঁদা না দেয়ায় বগুড়াগামী বকুল নামে এক ট্রাকচালককে মারধরের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সকাল ৬টা থেকে বঙ্গবন্ধু সেতুতে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা।

পরে জেলা পুলিশের আশ্বাসে এস আই নূরে আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হলে চালকরা ৫ ঘন্টা পর অবরোধ তুলে নেয়। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

জানা যায়, বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় এলাকায় সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নূরে আলম ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চলাচলকারী একটি ট্রাক থামিয়ে চাঁদা দাবি করে। এসময় ওই ট্রাকচালক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ধরে মারধর করে ওই এসআই। এতে ওই ট্রাক চালকের চোখ ফুলে যায়।

এই ঘটনা ছড়িয়ে পরলে, সেতু দিয়ে চলাচলকারী অন্য ট্রাকচালকরা সকাল ৬টার পর বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে মহাসড়কের উপর এলোমেলো ভাবে ট্রাক রেখে সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এই ঘটনায় সেতু পূর্বপাড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত