ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

রাজবাড়ীতে মিললো কষ্টি পাথরের মূর্তি

  রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১৮, ১৬:৫৯  
আপডেট :
 ১০ ডিসেম্বর ২০১৮, ১৭:৩০

রাজবাড়ীতে মিললো কষ্টি পাথরের মূর্তি

রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার বহরপুর থেকে এক জোড়া লক্ষী/নারায়ণের বিষ্ণু ৪৫ কেজি ওজনের কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার করেছে ডিবি পুলিশ। সোমবার দুপুর ২ টায় রাজবাড়ী জেলা পুলিশ প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান।

পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বলেন, বালিয়াকান্দি উপজেলার বহরপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় একদল পাচারকারী মূল্যবান একটি কষ্টি পাথরের মূর্তি ক্রয়-বিক্রয় ও পাচারের জন্য অবস্থান করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র পুলিশ সহকারী সুপার (পাংশা সার্কল) মো. ফজলুল করিমের নির্দেশে ডিবি পুলিশ রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সেখানে যান। সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বড় একটি বস্তা ফেলে জঙ্গলের ভিতর দিয়ে পালিয়ে যায় অজ্ঞাত ব্যাক্তিরা।

পরে বস্তা উদ্ধার করে দেখা যায় জোড়া লাগানো লক্ষী/নারায়ণ বিষ্ণুর ৪৫ কেজি ওজনের একটি মহামূল্যবান কষ্টি পাথরের মূর্তি রয়েছে। তবে এর দাম নির্ধারণ করা না গেলেও অনেক দামী বলে জানান।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত