ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

‘এলাকায় আমরা অবরুদ্ধ’

  নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৮

‘এলাকায় আমরা অবরুদ্ধ’

নোয়াখালী-৫ আসনে ধানের শীষের প্রার্থী মওদুদ আহমদ নিজ নির্বাচনী এলাকায় অবরুদ্ধ অবস্থায় আছেন বলে দাবি করেছেন। তিনি এবং তার নেতাকর্মীরা নির্বাচনী কোনো কাজে অংশ নিতে পারছেন না বলেও দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

শনিবার সকালে নোয়াখালী জেলা আইনজীবী সমিতি হলরুমে এক সংবাদ সম্মেলনে মওদুদ এই অভিযোগ করেন। জেলা বিএনপি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। জেলার আরও চারটি আসনে ধানের শীষের প্রার্থীরাও সংবাদ সম্মেলনে তাদের বিভিন্ন অভিযোগের কথা তুলে ধরেন।

নিজের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দিকে অভিযোগের আঙ্গুল তুলে মওদুদ বলেন, ‘আমার নিজ নির্বাচনী এলাকায় আমি অবরুদ্ধ। আমার মৌলিক অধিকার হরণ করা হয়েছে। কোথাও ধানের শীষের পোস্টার নেই, মাইকিং নেই, হামলা ও পুলিশি গ্রেপ্তারের ভয়ে হাজার হাজার নেতাকর্মী পালিয়ে বেড়াচ্ছে। এটা শুধু আমার এলাকায় সীমাবদ্ধ বরং এটা সারাদেশের চিত্র। যেটা নির্বাচনী উৎসব নয় বরং এটা জাতীয় ট্রাজেডি।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের হেলমেট বাহিনী হোন্ডা নিয়ে বিভিন্ন এলাকায় মহড়া দিচ্ছে। আমরা সব দল হাজারো প্রতিবন্ধকতা সত্ত্বেও নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। অথচ দুঃখজনক হলেও সত্য, সরকারি দলের সন্ত্রাসীরা বিরোধী দলের বিরুদ্ধে আগেকার ক্রুসেড তীব্রতর করেছে। আমাদের বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কথা। কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি, নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন ও সিভিল প্রশাসন সম্পূর্ণরূপে সরকারের নিয়ন্ত্রণে। ফলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন কঠিন হয়ে পড়েছে।’

মওদুদ বলেন, ‘নোয়াখালীর ছয়টি আসনে ধানের শীষের প্রার্থী ও নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণা চালাতে পারছে না। বিভিন্ন স্থানে হামলা চালিয়ে প্রচার মাইক, প্রচার গাড়ি ভাঙচুর করা হচ্ছে। বিভিন্ন এলাকায় কয়েকশ নেতাকর্মী আহত হয়েছে। অনেকগুলো গায়েবি মামলা করা হয়েছে। নেতাকর্মীদের বাড়িঘরে হামলা অব্যাহত রয়েছে।’

সংবাদ সম্মেলনে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী একাংশ) আসনের প্রার্থী মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী একাংশ) আসনের প্রার্থী জয়নুল আবদিন ফারুক, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের প্রার্থী বরকত উল্লা বুলু, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের প্রার্থী মোহাম্মদ শাহজাহান ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের প্রাথী প্রকৌশলী ফজলুল আজিম তাদের নিজ নিজ নির্বাচনী এলাকার সহিংসতার চিত্র সাংবাদিকদের কাছে তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সভাপতি গোলাম হায়দার বিএসসি, সিনিয়র সহ- সভাপতি জাকারিয়া, সাধারণ সম্পাদক আবদুর রহমানসহ দলের নেতারা।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত