ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

বেকায়দায় মহাজোট প্রার্থী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১৮, ১৬:৪০

বেকায়দায় মহাজোট প্রার্থী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ আসনে মনোনয়ন পেলেও, মহাজোটের বড় শরিক আওয়ামী লীগের নেতাকর্মীদের সমর্থন পাচ্ছেন না জাতীয় পার্টির রত্না আমিন। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দাবি, এলাকার উন্নয়নে ভূমিকা রাখেননি মহাজোটের জনবিচ্ছিন্ন এই প্রার্থী। এসব কারণে সুবিধাজনক অবস্থানে আছেন বিএনপির প্রার্থী।

পুরোদমে প্রচারণা চললেও, জাতীয় পার্টির রত্না আমিন মহাজোটের প্রধান শরিক আওয়ামী লীগকে নিয়ে কোনো সভা-সমাবেশ করতে পারেননি। জনবিচ্ছিন্নতা ও উন্নয়নে ভূমিকা না রাখায় ক্ষোভ আওয়ামী লীগ নেতাদের। তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দাবি, শেখ হাসিনার নির্দেশ মতো নির্বাচনের প্রস্তুতি চলছে।

বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এবং রাষ্ট্রীয় ক্ষমতায় আবার যাওয়ার জন্য, আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষার জন্য, লাঙ্গল প্রতীকের পক্ষেই আমাদের অবস্থান রয়েছে।’

বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়া জানান, ‘রত্না আমিনের প্রতি আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীদের রাগ-ক্ষোভ ছিল। কিন্তু আমরা যখন আমাদের নেত্রী কথা চিন্তা করেছি তখন কিন্তু আমরা ভুলে গেছি।’

তবে বরিশাল-৬ আসনের মহাজোটের প্রার্থী রত্না আমিন মহাজোটের সকলে তার সাথে আছে দাবি জানিয়ে বলেন, ‘আমার পক্ষে আওয়ামী লীগের সকলের সমর্থন রয়েছে । আমার হয়ে এখানে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ সকলে মাঠে নেমেছেন। এছাড়া অঙ্গসংগঠনের যারা রয়েছেন, প্রত্যেকেই আমার সঙ্গেই নেমেছেন এবং আমার জন্য কাজ করে যাচ্ছেন।’

এই আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক তালুকদার। কোথাও তার পোস্টার দেখা যায়নি। স্থানীয় আওয়ামী লীগ নেতা জানান, দলে তার কোনও পদ না থাকায় ভোটে প্রভাব পড়বে না।

এদিকে, প্রচারণার মাঠে প্রশাসনের ভূমিকায় সন্তোষ প্রকাশ করে বিএনপি প্রার্থী বলেন, তার জয় নিশ্চিত। এ আসনের বিএনপি প্রার্থী আবুল হোসেন খান বলেন, এখানে এখনও শান্তিপূর্ণ পরিবেশ আছে। এই পরিবেশ রক্ষা করে সুষ্ঠু নির্বাচন করার সুযোগ দিন, মানুষ যাকেই ভোট দেবে আমরা সেই রায় মেনে নেব।

একাদশ সংসদ নির্বাচনে বরিশার-৬ বাকেরগঞ্জ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট সাতজন।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত