ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

সন্ত্রাসী কর্মকাণ্ড রামগঞ্জবাসী মেনে নেবে না: আ‌নোয়ার খান

  ‌নিজস্ব প্র‌তি‌বেদক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০১৮, ১৭:০৩

সন্ত্রাসী কর্মকাণ্ড রামগঞ্জবাসী মেনে নেবে না: আ‌নোয়ার খান

একাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে ‌কোন ধর‌ণের সন্ত্রাসী কর্মকাণ্ড রামগঞ্জবাসী মে‌নে নে‌বে না ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন লক্ষ্মীপুর-১ আস‌নে আওয়ামী লী‌গের ম‌নোনীত প্রার্থী ও রামগঞ্জ উপ‌জেলা আওয়ামী লী‌গের সিনিয়র সহ-সভাপ‌তি ড. আ‌নোয়ার হো‌সেন খান।

শ‌নিবার দুপু‌রে লক্ষ্মীপুরের রামগঞ্জের ইছাপুর ইউ‌নিয়‌নের রাঘবপুর সরকারি প্রাথ‌মিক বিদ্যালয় প্রাঙ্গ‌নে স্থানীয় আওয়ামী লী‌গের এক নির্বাচনী সভায় এমন মন্তব্য ক‌রেন তি‌নি।

ড. আ‌নোয়ার হো‌সেন খান ব‌লেন, গত নির্বাচ‌নে এই ইছাপুর ইউ‌নিয়‌নের বি‌ভিন্ন কে‌ন্দ্রে বিএন‌পি নেতাকর্মীরা তাণ্ডব চা‌লি‌য়ে‌ছিল। বি‌ভিন্ন স্কুল, ক‌লেজ, মাদ্রাসা আগু‌নে পু‌ড়ি‌য়ে ভ‌ষ্মিভূত ক‌রে‌ছিল। সরকারি সম্প‌দ বিনষ্ট ক‌রে‌ছিল। আ‌মি স্থানীয় লোকজ‌নের সা‌থে কথা ব‌লে জে‌নে‌ছি, এবার তারা সে সব সন্ত্রাসী কর্মকাণ্ড মে‌নে নেবে না। বাংলা‌দেশ আ‌ওয়ামী লীগ জনগ‌ণের দল হি‌সে‌বে জনগ‌ণের ইচ্ছা‌কেই প্রাধান্য দেয়। তাই এবার রামগ‌ঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড প‌রিচালনা কর‌লে জনগণ‌কে সা‌থে নি‌য়ে আওয়ামী লী‌গের নেতাকর্মীরা সেগু‌লোর বিরু‌দ্ধে রু‌খে দাড়া‌বে।

‌তি‌নি ব‌লেন, দশম জাতীয় সংসদ নির্বাচ‌নের পর ইছাপুরসহ বি‌ভিন্ন ইউ‌নিয়‌নে ঘু‌রে দে‌খে‌ছি। বিএন‌পি জামা‌তের সন্ত্রাসী‌দের হা‌তে নির্যা‌তিত মানু‌ষের বাড়ি বা‌ড়ি গি‌য়ে‌ছি। আক্রান্ত বি‌ভিন্ন শিক্ষা প্র‌তিষ্ঠা‌নে গি‌য়ে‌ছি। যে‌খা‌নে যতটুকু পে‌রে‌ছি ব্য‌ক্তিউ‌দ্যো‌গে সহায়তা ক‌রে‌ছি। বি‌ভিন্ন শিক্ষা প্র‌তিষ্ঠা‌নের ক্ষ‌তি পূর‌ণের জন্য অনুদান দি‌য়ে‌ছি। শিক্ষার্থী‌দেরকে সহায়তা ক‌রে‌ছি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে নৌকা প্রতী‌কে ভোট দেয়ার আহ্বান জা‌নি‌য়ে তি‌নি ব‌লেন, সভ্যতার শুরু থে‌কেই নৌকা সৎ মানু‌ষের ‌সেবা ক‌রে আস‌ছে। হযরত নূহ (আঃ) এর আম‌লে মহান আল্লাহ সৎ মানু‌ষের যান মা‌লের হেফাজ‌তের জন্য নৌকা পা‌ঠি‌য়ে‌ছিল। এখ‌নো নৌকা জনগ‌ণের জন্য কাজ ক‌রে যা‌চ্ছে। তাই আগামী নির্বাচ‌নে নৌকা‌কে ভোট দেয়ার মাধ্য‌মে এক‌টি উন্নত সমৃদ্ধ দেশ গড়ার কা‌জে অংশ নেন।

তি‌নি ব‌লেন, বিএন‌পি জামাত ক্ষমতায় আস‌লে তারা লুটপাট, দুর্নী‌তি, সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরা‌জ্যে ব্যস্ত থা‌কে। জনগ‌ণের সা‌থে তা‌দের কোন সম্পর্কই থা‌কে না। অন্য দি‌কে আওয়ামী লীগ এ‌দে‌শের সাধারণ খে‌টে খাওয়া মানু‌ষের দল। আওয়ামী লীগ ক্ষমতায় আস‌লে জনগ‌ণের আশা আকাঙ্ক্ষার প্র‌তিফলন ঘ‌টে, সাধারণ মানুষ সুফল ভোগ ক‌রে।

‌নৌকা‌কে বিজয়ী কর‌লে রামগঞ্জ‌কে আধু‌নিক শহ‌রে রূপান্ত‌রিত করা হ‌বে জা‌নিয়ে তি‌নি ব‌লেন, রামগ‌ঞ্জের মানুষ এখ‌নো আধু‌নিক সু‌যোগ সু‌বিধা থে‌কে বঞ্চিত। আমা‌কে ভোট দি‌য়ে বিজয়ী কর‌লে পু‌রো রামগঞ্জবাসী আধু‌নিক সু‌যোগ সু‌বিধা ভোগ কর‌বে।

রামগঞ্জ উপ‌জেলা আওয়ামী লী‌গের সহ সভাপ‌তি শামসুল হক মিজা‌নের সভাপ‌তি‌ত্বে এবং সাংগঠ‌নিক সম্পাদক ম‌নির হো‌সেন খোক‌নের সঞ্চালনায় আ‌রো বক্তব্য রা‌খেন বাংলা‌দেশ আওয়ামী যুবলী‌গের কার্য‌নির্বাহী সদস্য ফয়জুল্লাহ হেলাল, ঢাকা মহানগর দ‌ক্ষিণ যুবলী‌গের সহ সভাপ‌তি মো খোর‌শেদ আলম মাসুদ, মহানগর দ‌ক্ষিণ যুবলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক গাজী স‌রোয়ার বাবু, উপ‌জেলা আওয়ামী লী‌গের সহ সভাপ‌তি আ‌মির হো‌সেন খান, রামগঞ্জ উপ‌জেলা ম‌হিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, উপ‌জেলা যুবলী‌গের যুগ্ম আহ্বায়ক ও জেলা প‌রিষদ সদস্য সৈকত মাহমুদ শামসু, যুগ্ম আহ্বায়ক মোস্তা‌ফিজুর ভুইয়া সুমন, পৌর যুবলী‌গের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হো‌সেন রাজু বি‌শিষ্ট ব্যবসায়ী হাজী জাকির, ইছাপুর ইউ‌নিয়ন চেয়ারম্যান শ‌হিদুল্লাহ, ভাদুড় ইউ‌‌নিয়ন চেয়ারম্যান জাহিদ হো‌সেন ভুইয়া, ঈসাপুর ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সভাপ‌তি নূর মোহাম্মদ খান, ইউ‌নিয়ন যুবলী‌গের সভাপ‌তি আজাদ পা‌টোয়ারী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সুজন, ছাত্রলীগ সভাপ‌তি কামরুল হাসান ফয়সাল মাল, সাধারণ সস্পাদক মে‌হেদী হাসান শুভ প্রমুখ।

  • সর্বশেষ
  • পঠিত