ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

নেত্রকোনায় যাত্রীবাহী বাস পুকুরে, আহত ৩০

  নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৯, ১৪:২২  
আপডেট :
 ১২ জানুয়ারি ২০১৯, ১৫:০৫

নেত্রকোনায় যাত্রীবাহী বাস পুকুরে, আহত ৩০

নেত্রকোনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে ৩০ জন আহত হয়েছেন। শনিবার বেলা ১২টার দিকে নেত্রকোনা-মদন সড়কের আটপাড়া উপজেলার সাল্কি মাটিকাটা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে মদন থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো চ- ৭৭০৯) নেত্রকোনা-মদন সড়কের আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের সাল্কী মাটিকাটা নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় যাত্রীবাহী বাসটি সড়কের পাশে একটি পুকুরে পড়ে উল্টে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে এ্যাম্বুলেন্সে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফখরুজ্জামান জুয়েল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ৩০ জন যাত্রী আহত হয়েছেন।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত