ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

চাকরির প্রলোভনে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ

  ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৯, ১৩:৫৫

চাকরির প্রলোভনে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ

ঝালকাঠিতে মার্কেন্টাইল ইনসিওরেন্স কোম্পানির দুই কর্মর্তার বিরুদ্ধে চাকরি দেয়ার নামে দুই শতাধিক বেকার যুবকের কাছ থেকে অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

রোববার সকালে প্রতারিতরা তাদের অর্থ ফেরত ও প্রতারকদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে।

শহরের কালেক্টরেট ভবনের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন থেকে অবিলম্বে ওই বীমা কোম্পানির কর্মকর্তা পরিচয়ে অর্থ আদায়কারী মো. জাকির হোসেন ও মো. সাফিনকে গ্রেফতারের দাবি জানানো হয়।

ভুক্তভোগীরা জানান, যোগদানের দিন থেকে প্রতি মাসে জনপ্রতি ১০ হাজার টাকা বেতন ভাতা পাওয়া যাবে এই প্রলোভনে বেকার যুবকদের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেন ওই কর্মকর্তরাা। বর্তমানে শহরের কলেজ মোড়ে সংস্থার কার্যালয়টি তালাবদ্ধ।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত