ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ০১ জানুয়ারি, ১৯৭০
শিরোনাম

আগামীতে লেখাপড়ায় চক-ডাস্টার কাগজ থাকবে না

  নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৫৬

আগামীতে লেখাপড়ায় চক-ডাস্টার কাগজ থাকবে না
ফাইল ফটো

আগামীদিনে লেখাপড়ায় চক, ডাস্টার এবং কাগজের কোন চিহ্নই থাকবেনা। লেখাপড়ার জন্য এগুলোর দরকার নেই। কারণ আগামী দিনে ডিজিটাল যন্ত্রে লেখাপড়া শেখানো হবে। ডিভাইস ব্যবহার করে একজন শিক্ষক একই সাথে অনেকগুলো ক্লাস নিতে পাবরে।

নেত্রকোনা সরকারি মহিলা কলেজে শুক্রবার সন্ধ্যায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার এ কথা বলেন।

মোস্তফা জব্বারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একান্ত সচিব সাজ্জাদুল হাসান।

আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান খান, হাই-টেক আইটি পার্কের প্রকল্প পরিচালক গৌরী শংকর ভট্টাযার্য, প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম। এসময় জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রশক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

প্রথমধাপে মোট ৪ শ’ শিক্ষার্থীকে অস্থায়ীভাবে জেলা শহরের আবু আব্বাছ কলেজ ও দত্ত উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ দেয়া হবে।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত