ঢাকা, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

চট্টগ্রামে তিনদিন ধরে গ্যাস সংকট

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৬

চট্টগ্রামে তিনদিন ধরে গ্যাস সংকট
গ্যাসের চুলার ওপর মাটির চুলা বসিয়ে রান্না করছেন এক গৃহিণী। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের রংগীপাড়া থেকে সোমবার তোলা ছবি। -বাচ্চু বড়ুয়া

চট্টগ্রামে তৃতীয় দিনের মতো গ্যাস সংকটে ভুগছে নগরবাসী। পতেঙ্গা ইপিজেড এলাকায় খালের রিটেনিং দেয়াল নির্মাণের সময় গ্যাস লাইন ছিদ্র হয়ে যাওয়ার পর তিনদিন ধরে গ্যাস সংকটে দুর্ভোগে পড়েছে নগরীর অধিকাংশ এলাকার মানুষ।

খালে বাধ দিয়ে মেরামত করা যায়নি গ্যাসের ক্ষতিগ্রস্ত পাইপলাইন। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা জানান, পাইপ লাইনটি মেরামতের জন্য মাইটেল্ল্যা খালে বাধ দিয়ে খালের ১২ ফুট নিচে গ্যাস পাইপ লাইন মেরামতের কাজ চলছে। সোমবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করা হবে।

গত শনিবার সকালে পতেঙ্গা মাইটেল্ল্যা খালে সিটি করপোরেশনের রিটেনিং দেয়াল নির্মাণের সময় গ্যাস লাইন ছিদ্র হয়ে যায়। এরপর নগরীর পতেঙ্গা, হালিশহর, ইপিজেড, বন্দর, আগ্রাবাদ, বাকলিয়া, আন্দরকিল্লা, জামালখান, এনায়েত বাজারসহ বৃহৎ অংশে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। গ্যাস সংকটে নগরীর অধিকাংশ মানুষ দুর্ভোগে পড়েছে।

নগরীর আসকার দিঘী পাড় এলাকার বাসিন্দা ও গৃহিনী নাজমুন নাহার রুমি জানান, ফজর নামাজের সময় উঠে সকালের নাস্তা করতে হয়েছে। এরপর ভোর সাড়ে ছয়টায় দেখি গ্যাস নেই। গতকালও রান্না করতে কষ্ট হয়েছে। বাহির থেকে কিনে এতে খেতে হচ্ছে।

এদিকে, গ্যাস সরবরাহ বন্ধ থাকায় নগরীর সিআরবি, টাইগারপাস, সিভিস, আসকার দীঘি পাড় অনেক জায়গায় বন্ধ রয়েছে গ্যাস পাম্প। সিএনজি অটোরিকশা চালকদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে।

নগরীর চেরাগী মোড়ে সিএসজি চালক মো.সজীব বলেন, ‘রাত ১১টা অপেক্ষা করে রাত আড়াইটার সময় গ্যাস নিতে হয়েছে। সকালেও গ্যাস পাচ্ছি না। তাই বাধ্য হয়ে কাছাকাছি ভাড়া নিতে হচ্ছে।’

সিটি করপোরেশনের কারণে পাইপ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. খায়েজ আহমেদ মজুমদার জানান, খালের ভেতর দিয়ে পাইপ লাইন প্রবাহিত হওয়ায় ক্ষতিগ্রস্ত পাইপ মেরামতে সময় লাগছে। তবে যেভাবেই হোক সোমবারের মধ্যে কাজ সম্পন্ন হবে বলে আশ্বাস দেন তিনি।

  • সর্বশেষ
  • পঠিত