ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ভাষা শহীদদের স্মরণে নড়াইলে প্রদীপ প্রজ্জ্বলন

  নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৪  
আপডেট :
 ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৯

ভাষা শহীদদের স্মরণে নড়াইলে প্রদীপ প্রজ্জ্বলন

মাহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নড়াইলে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের শাহাবাদ মাজিদিয়া দাখিল মাদরাসার মাঠে এ কর্মসূচি পালিত হয়।

পৌরসভার ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাহাবুবুর রহমানের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রওশন আরা লিলি, জেলা পরিষদের সদস্য নাজনিন সুলতানা রোজি, জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার খসরুল আলম পলাম, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুজ্জামান মুকুল, জেলা মহিলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সুইটি বিশ্বাস, জেলা মহিলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সঞ্জিবা হক রিপা, যুবলীগ নেতা আরিফুল ইসলাম সোহের, নুর আলম শিহাবসহ দলীয় এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

এসময় ভাষা শহীদ এবং ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরনে দাঁড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

নড়াইল পৌরসভার ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাহাবুবুর রহমান বলেন, আমরা প্রতি বছরই এখানে ভাষা শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে থাকি। তারই ধারাবাহিতকায় এবছর প্রায় ২০ হাজার মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

  • সর্বশেষ
  • পঠিত