ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

আসামি পাহারা দিতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫৮

আসামি পাহারা দিতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

হাসপাতালে চিকিৎসাধীন আসামি পাহারা দিতে গিয়ে হৃদ রোগে আক্রান্ত হয়ে মোহাম্মদ হোসাইন (৪৫) নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত ২টার দিকে চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন কর্ণফুলী থানার এক আসামির পাহারায় নিয়োজিত ছিলেন।

মোহাম্মদ হোসাইন কর্ণফুলী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। তিনি ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা থানার মৃত আবদুল গণির ছেলে। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানায়, শুক্রবার রাত ৮টায় চমেক হাসপাতালে দায়িত্ব পালনের জন্য যান কর্ণফুলী থানার এএসআই মোহাম্মদ হোসাইন।

কর্ণফুলী থানায় গ্রেফতারকৃত নিয়মিত আসামি ভর্তি ছিলেন চমেক হাসপাতালে। আসামির তদারকির জন্য দায়িত্ব পালনকালে হোসাইনের বুকে ব্যথা অনুভূত হয়। তাকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হলে সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

মোহাম্মদ হোসাইনের সহকর্মীরা জানান, এর আগেও তিনি কয়েকবার বুকে ব্যথা অনুভব করেন। পরে তা স্বাভাবিক হয়ে যাওয়ায় তিনি সেভাবে আমলে নেননি।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ওসি (তদন্ত) হাসান ইমাম বলেন, দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে থানার সহকারী উপ-পরিদর্শক মোহাম্মদ হোসাইন মারা গেছেন।

শনিবার ১০টা ৪৫ মিনিটে পুলিশ লাইনে তার প্রথম জানাজা হয়। পরে গ্রামের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া নেয়া হয় বলে পুলিশ সূত্রে জানা যায়।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত