ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

সৌদি থেকে ফিরলেন আরো ৯১ নির্যাতিত নারী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৬ মার্চ ২০১৯, ০৮:৪৮

সৌদি থেকে ফিরলেন আরো ৯১ নির্যাতিত নারী

সৌদি আরবে গৃহকর্মীর কাজ করতে গিয়ে নানাভাবে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন আরো ৯১ জন নির্যাতিত নারী।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন ৬৬ জন নারী। এর আগে ভোরে সৌদি আরবের জেদ্দা থেকে ফিরেছেন ২৫ জন নারী।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তারা জানিয়েছেন, সব মিলিয়ে একদিনে ৯১ জন নারী দেশে ফিরেছেন।

এসব গৃহকর্মী নিয়োগকর্তা কর্তৃক নির্যাতনের শিকার হয়ে আশ্রয় নিয়েছিলেন ইমিগ্রেশন ক্যাম্প ও বাংলাদেশ দূতাবাসের সেফ হোমে। সৌদি থেকে এবস নারীদের ফিরিয়ে আনতে সহায়তা দিচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

ব্র্যাক এর মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরীফুল হাসান বলেন, ‘চলতি বছরে আজ পর্যন্ত ৫২৫ নারী গৃহকর্মী দেশে ফিরেছেন।’

এদিকে, গত ৩১ জুলাই সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে কতজন নারী কর্মী গেছেন, কতজন শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয়েছেন তার তালিকা করে এক মাসের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে এসব নারী কর্মীরা দেশের বাইরে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর তাদের ক্ষতিপূরণ দিতে সরকারের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত