ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

বাঁচাতে পারলেন না গরুকে, বাঁচলেন না তিনিও

  টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৯, ২২:৩২

বাঁচাতে পারলেন না গরুকে, বাঁচলেন না তিনিও

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিরউদ্দিন সরকার (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গরুটিও মারা গেছে। রোববার বিকেলে উপজেলার দেউপুর বড়বাজুর পাড়া এ ঘটনা ঘটে। মহিরউদ্দিন একই গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বিকেলের দিকে একটি টেলিযোগাযোগ টাওয়ারে নিচে ঘাস খাচ্ছিলো মহিরউদ্দিনের একটি গরু। এক পর্যায়ে গরুটি টাওয়ারের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। গরুটি উদ্ধার করতে মহিরউদ্দিন ছুটে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে গরুসহ তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে লাশ উদ্ধার করে স্থানীয়রা নিহতের বাড়িতে নিয়ে যায়।

স্থানীয়রা আরো জানান, প্রায় এক বছর আগে টাওয়ারটি স্থাপন করলেও এর কোনো কার্যক্রম চালু হয়নি। তখন থেকেই সেটিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিলো। যে জিনিস পরিচালনা শুরু হয়নি, সেটিতে বিদ্যুৎ সংযোগ স্থাপন করে রাখাতেই এই দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • পঠিত